ঢাকা | বঙ্গাব্দ

ঋতুপর্ণা ফিরলেন নিজের ট্রেডমার্ক বাঁ পায়ের শটে, দলকে নিলেন এশিয়ার মঞ্চে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

বন্ধুর সঙ্গে কফি খাওয়ার ছোট্ট ইচ্ছা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ঋতুপর্ণা চাকমা। তাকে নিয়ে তৈরি হয়েছিল একের পর এক ট্রল, হতে হয়েছিল মানসিক নিপীড়নের শিকার। তবে সবকিছুর জবাব তিনি দিয়েছেন মাঠে, নিজের ট্রেডমার্ক বাঁ পায়ের শটে। সেই শটে বাংলাদেশকে নিয়ে গেছেন এশিয়ার মঞ্চে, হয়ে উঠেছেন লাল-সবুজের গর্ব। সমর্থকদের প্রশংসায় ভাসছেন পাহাড়ি এই কন্যা।

এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী মিয়ানমারকে হারানোর পর আবারও আলোচনায় ঋতুপর্ণা। বাঁ পায়ের সেই দুর্দান্ত শটে মিয়ানমারের স্বপ্নভঙ্গের পাশাপাশি স্তব্ধ করে দিয়েছেন স্বাগতিক দর্শকদের। এশিয়ার ফুটবল অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তিনি।

আসলে এটাই তো ঋতুপর্ণার চেনা গল্প। এর আগেও তিনি দেখিয়েছেন কীভাবে মাঠে জবাব দিতে হয়। সাফ ফাইনালে নেপালের বিপক্ষে বাঁ পায়ের জাদুতে বাংলাদেশকে এনে দিয়েছিলেন ঐতিহাসিক শিরোপা। উদযাপনেও ছিল আত্মবিশ্বাসের ছাপ। অথচ নিজের দেশে কিছু মানুষের নেতিবাচক মানসিকতা, ট্রল আর সমালোচনার শিকার হতে হয়েছিল তাকেই।

পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ঘটনায় ১৮ ফুটবলারের একজন ছিলেন ঋতুপর্ণা। সেই সময় শুধু বলেছিলেন, বন্ধুর সঙ্গে কফি খেতে যেতেও বাধা দেওয়া হয়। আর এতেই সমালোচনার পাত্র হয়ে ওঠেন তিনি। ট্রলের বন্যায় দিশেহারা করে তোলা হয় তার জীবন। সব সহ্য করে চুপচাপ অপেক্ষা করেছেন সঠিক সময়ের জন্য।

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসেছিল এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চে। নিজের বাঁ পায়ের গোলের মাধ্যমে কটাক্ষকারীদের উচিত শিক্ষা দিয়েছেন তিনি। উদযাপনের ভঙ্গিতে যেন বুঝিয়ে দিয়েছেন, মনের জোর আর মাঠের পারফরম্যান্সই সেরা জবাব।

পাহাড়ি এই মেয়ের জীবনটাই তো সংগ্রামের গল্প। শৈশবে কৃষক বাবার মৃত্যু, পরে একমাত্র ছোট ভাইকে হারানোর শোক—সবকিছুকে শক্তিতে পরিণত করেছেন তিনি। হয়েছেন বিধবা মায়ের ভরসা, পুরো দেশের অহংকার, লাল-সবুজের ফুটবল রাজকন্যা।

যারা কিবোর্ডে আড়ালে বসে কুৎসিত মন্তব্য ছুড়ে দেয়, ঋতুপর্ণার মতো তারকারা মাঠের পারফরম্যান্সে তাদের সব অপবাদ মুছে দেন। বাংলাদেশের মেয়েদের ফুটবলে যাদের পথের কাঁটা হতে চায় সমাজের কিছু মানুষ, তাদের সামনে পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমা এখন অদম্য প্রেরণার নাম।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স