ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব চেলসি জয়ী হয়েছে। ব্রাজিলের পালমেইরাসকে ২-১ গোলে পরাজিত করে তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
শনিবার (৫ জুলাই) ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই চেলসি এগিয়ে যায়। ম্যাচের ১৬তম মিনিটে চালোবাহ থেকে বল পেয়ে দলের হয়ে গোল করেন কোল পালমার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লন্ডনের ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে পালমেইরাস সমতা ফেরায়। ৭৮তম মিনিটে এস্টেভাও’র চমৎকার শটে গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিলিয়ান দলটি।
তবে ম্যাচের শেষ দিকে অঘটন ঘটে পালমেইরাসের ঝাঁপড়ে। ৮৩ মিনিটে আত্মঘাতী গোলে তারা ২-১ গোলে পিছিয়ে পড়ে।
পরবর্তী কোনো গোল না হওয়ায় চেলসি এই স্কোরline ধরে রেখেই সেমিফাইনালে প্রবেশ করে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আরেক ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্স।