পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৫,৫৭৩ জন বাংলাদেশি হাজি। শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে জানানো হয়েছে, ফেরত আসা এই যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫,০০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০,৫৬৬ জন।
হজযাত্রীদের পরিবহনে যুক্ত ছিল তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফেরত এনেছে ৩০,৪৪৩ জন, সৌদি এয়ারলাইন্স ২৬,৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮,৭৭৬ জন হাজিকে।
এখন পর্যন্ত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।
এ বছর হজ পালনের সময় সৌদি আরবে ৩৮ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১৫৭ জন মুসল্লি হজে অংশগ্রহণ করেছেন। হজযাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।