ঢাকা | বঙ্গাব্দ

আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

নারী এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ শনিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

বাছাইপর্বে মিয়ানমারকে শক্তিশালী ব্যবধানে হারিয়ে বেঙ্গল টাইগারেসদের পরিচিতি এশিয়ার শীর্ষস্থানের দলে পরিণত হয়েছে। আফিদা ও ঋতুপর্ণার মতো তারকাদের নেতৃত্বে এবারই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল খেলবে এশিয়ান কাপের ফাইনাল পর্বে।

বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করতে তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সি গ্রুপে বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে কোচ পিটার বাটলারের শিষ্যদের। গ্রুপ সেরার স্থান নিশ্চিত হওয়ায় দলের মধ্যে উৎসবের আমেজ থাকলেও পেশাদারিত্ব বজায় রেখে শেষ ম্যাচেও পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন অধিনায়ক আফিদা ও তার সতীর্থরা। অপেক্ষাকৃত কম শক্তিশালী তুর্কমেনিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচটিও তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ১২ দলের এশিয়ান কাপের সেরা আটে স্থান পেলে সরাসরি ২০২৭ সালের ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের। যদিও কোয়ার্টার ফাইনালে উঠলেও প্লে-অফ রাউন্ডের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া যাবে। অধিনায়ক আফিদা বিশ্বকাপেও দলের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছেন।

বাংলাদেশ নারী ফুটবল দল এখন বড় অর্জনের পথে দৃঢ় ধাপ এগিয়ে চলছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স