জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের নতুন টকশোতে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রকাশ করেছেন। অনুষ্ঠানের প্রথম অতিথি হিসেবে উপস্থিত তিশা জানান, তিনি আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান।
সঞ্চালক জায়েদ খান তাকে জিজ্ঞেস করলে, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ তিশা সরলভাবে উত্তর দেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’
তিনি আরও বলেন, ‘আমার মতে, পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমান গুরুত্বপূর্ণ। এটি লুকানোর বা এড়ানোর কোনো সুযোগ নেই।’
তিশার এই স্পষ্ট ও সাহসী বক্তব্যে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। ক্যারিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও ব্যক্তিগত জীবনের পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করার জন্য তাকে অনেকেই প্রশংসা করেছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় এই শো-এর প্রথম পর্ব প্রচারিত হয়, যেখানে অভিনেতা জায়েদ খান উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন।
অনুষ্ঠানে তিশা তার অভিনয় জীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে মুক্তভাবে আলোচনা করেন। পাশাপাশি সঞ্চালকের দিকে পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন, যার মজার উত্তর দেন জায়েদ খান।
জানা গেছে, এবার থেকে প্রতি শুক্রবার তারকাদের নিয়ে জমিয়ে আড্ডায় বসবেন জায়েদ খান।