গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস, যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী থেকে জানানো হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার (৪ জুলাই) হামাস তাদের মধ্যস্থতাকারীদের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের জবাব জমা দিয়েছে।
হামাসের বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে তারা অভ্যন্তরীণ আলোচনা সম্পন্ন করেছে এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গেও পরামর্শ করেছে। এখন এই প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তাৎক্ষণিক ও আন্তরিক আলোচনার জন্য তারা প্রস্তুত।
অপরদিকে, শনিবার ইসরায়েলি গণমাধ্যম জানায়, তেল আবিব কর্তৃপক্ষ হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবে প্রতিক্রিয়া পেয়েছে এবং বর্তমানে তা বিস্তারিতভাবে পর্যালোচনা করছে।