ডেঙ্গু প্রতিরোধে বাসার আশপাশ বা অন্য কোনো জায়গায় তিন দিনের বেশি পানি জমতে দেওয়ার বিষয়ে নগরবাসীর প্রতি সতর্কতা ও সচেতনতা জরুরি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাজাহান মিয়া।
শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চলাকালে তিনি এ আহ্বান জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে কাজরত কর্মীদের প্রতি নজরদারি করার জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ করা হচ্ছে। তবে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কেবল সিটি কর্পোরেশন নয়, নগরবাসীরও সচেতন থাকা প্রয়োজন।
এ সময় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জিহাদী জানান, শহরকে আবর্জনা মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।