ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বন্যায় প্রাণহানি বেড়ে ২৪

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। সময়ের সঙ্গে এই সংখ্যা আরও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২৫ শিশু।

শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে নদীতীরবর্তী বহু ঘরবাড়ি ধসে পড়ে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অসংখ্য গাড়ি ভেসে যায়।

রাজ্যের প্রশাসন পরিস্থিতিকে ‘প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পুরো এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।

গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যাওয়ার ফলে এই আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ব্যাপকভাবে ঘরবাড়ি, যানবাহন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। প্রাণহানিও ঘটেছে উল্লেখযোগ্য হারে।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেন, বন্যাকবলিত এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান চলছে। তিনি জানান, একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ২৫ শিশুর খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না, যা উদ্বেগজনক।

এদিকে, উদ্ধারকারী দল এবং জরুরি সেবা বিভাগ দিন-রাত কাজ করে যাচ্ছে নিখোঁজদের সন্ধানে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স