প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়ালের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই ট্রায়ালের পারফরম্যান্সের ভিত্তিতে আগামী অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে কয়েকজন প্রবাসী ফুটবলারের সুযোগ মিলতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত দুই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের — রোনান সুলিভান ও ডেকলান সুলিভান — বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন। অনূর্ধ্ব-২৩ দলের সম্ভাব্য স্কোয়াডে তাদের অন্তর্ভুক্তির ব্যাপারে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তবে ইউরোপ সফরের কারণে এই মুহূর্তে তারা ক্যাম্পে উপস্থিত থাকা কঠিন হবে বলে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
ফাহাদ করিম জানান, “সুলিভান ব্রাদার্সদের বর্তমান আপডেট অনুযায়ী, তারা অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প চলাকালীন ইউরোপের একটি ট্যুরে অংশগ্রহণ করবেন। তাদের বাবা জানিয়েছেন, তারা কখন সময় পাবেন সেটি জানাবেন। আমরা তাদের জন্য অপেক্ষা করছি। তবে আন্ডার-২৩ দলের ক্যাম্পে অংশ নেওয়া কিছুটা কঠিন হবে, কারণ তারা ওই সময়ে ইতালি বা জার্মানির কোনো দলের সঙ্গে থাকবেন।”
তিনি আরও বলেন, “তাদের বাবার সঙ্গে কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন যে, কোনোভাবে ক্যাম্পে সময় মেলালে তারা অংশ নেবেন। যদি এবার না পারেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ লাল-সবুজ জার্সিতে তাদের খেলতে দেখতে পাব।”
সুলিভান ব্রাদার্সরা যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া হলেও বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে তারা আগেও ফুটবল প্রেমীদের নজর কাড়ে। বাফুফে আশা করছে, ভবিষ্যতে এই প্রতিভাবান প্রবাসী ফুটবলাররা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।