ঢাকা | বঙ্গাব্দ

দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে: নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শহীদদের স্বপ্নের দেশ গড়ার জন্য আমাদের আরও কঠোর সংগ্রাম চালিয়ে যেতে হবে। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় বগুড়ার পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন ডা. তাসনিম জারা। তারা দেশ গড়ার লক্ষ্যে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে মানুষের কাছে আমরা পৌঁছেছি এবং শহীদদের স্বপ্নের কথা জানাচ্ছি। শহীদ পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো রাজনৈতিক সীমাবদ্ধতায় সীমাবদ্ধ নয়, এটি একটি আত্মিক বন্ধন। শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। যারা ছাত্র-জনতার প্রাণ দিয়েছিল তাদের উদ্দেশ্যে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। শহীদ পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক সারাজীবনের।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী দোষীদের এখনও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন হওয়া উচিত। আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তাই এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে।’

জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের কলোনি পলিটেকনিকের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে সাতমাথায় গিয়ে মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স