ঢাকা | বঙ্গাব্দ

মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

বেকারত্ব কমানো, দারিদ্র্য দূরীকরণ এবং কার্বন নিঃসরণ হ্রাসে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে তিনি এ কথা বলেন।

দুর্গত মুসলিম জনগোষ্ঠী পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, থ্রি-জিরো তত্ত্ব অনুসরণ করলে মুসলিম বিশ্বে উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখা সম্ভব হবে।

মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এই সামিটে মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে ৫০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সামিটে অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এটি কেবল একটি সম্মেলন নয়, বরং একটি আন্দোলন ও পরিবর্তনের যাত্রা। সামাজিক ব্যবসার মাধ্যমে মুসলিম দেশগুলো ন্যায়পরায়ণ ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

মুসলিম দেশের প্রতিনিধিরা অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তী সরকারের সফলতা প্রশংসা করে বলেন, বর্তমানে যেসব দেশ সংকটের মধ্যে রয়েছে, সেসব দেশের প্রতি সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মুসলিম দেশগুলোর চলমান সমস্যাগুলো মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া সময়ের সবচেয়ে বড় দাবি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স