জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে যারা গুলি ও হামলা চালিয়েছিল, তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের দ্বারা যারা আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে, তাদের শাস্তি পেতে হবে। বিচার, সংস্কার এবং তারপরেই নির্বাচন হবে।
শনিবার (৫ জুলাই) বগুড়ার পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের বিচার দীর্ঘমেয়াদি হলেও তার প্রক্রিয়া শুরু করতে হবে এবং তা দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে একটি সুস্পষ্ট বিচারের রোডম্যাপও জনগণের কাছে উপস্থাপন করা দরকার। শহীদ ও আহত পরিবারের সদস্যদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এটি শুধুমাত্র বর্তমান সরকারের নয়, ভবিষ্যতে যে কোনো সরকারের দায়িত্ব হবে এই দাবি পূরণ করা। এজন্য ‘জুলাই সনদ’ এবং ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের তাগিদ দেন নাহিদ ইসলাম, যার মাধ্যমে দেশের সংস্কার সম্ভব হবে।
এ সময় দলের কেন্দ্রীয় নেতারা যেমন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমও উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে।