সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ টি এম শামসুল হুদা ১৯৪৩ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন। মাধ্যমিক পরীক্ষা ১৯৫৮ সালে এবং উচ্চমাধ্যমিক ১৯৬০ সালে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন এবং স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে স্থান পান। তার কর্মজীবনে বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব-ডিভিশনাল অফিসার), বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।
২০০৭ সালে ওয়ান ইলেভেন পরিস্থিতির পর পরিবর্তিত পরিবেশে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে নির্বাচন আইনে ব্যাপক সংস্কার আনা হয়, যার মধ্যে ছিল ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবহার। এই কমিশনের অধীনে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
এ টি এম শামসুল হুদার মৃত্যুতে নির্বাচন কমিশনসহ দেশের বিভিন্ন ক্ষেত্র থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে