ঢাকা | বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাজাপ্রাপ্ত হবেন, তারা আগামীতে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৫ জুলাই) বগুড়ায় অনুষ্ঠিত 'জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়' শীর্ষক এক আলোচনা ও বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের কেউ মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকলে তারাও আইনের আওতায় আসবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। এমনকি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও বিচার সম্ভব।

মব বিচারের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং গত ১৭ বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে তিনি মনে করেন, এই ক্ষোভ আইন নিজ হাতে তুলে নেওয়ার মাধ্যমে প্রকাশ করা উচিত নয়।

জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আবু সাইদ বা জুলাইয়ের শহীদরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ছিলেন না। তারা স্বৈরশাসনের বিরুদ্ধে সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করেছিলেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষের মুক্তি আসবে না। তাই বিচার, সংস্কার এবং তারপরই নির্বাচন—এই ধারাবাহিকতায়ই দেশ এগিয়ে যেতে হবে বলে মত দেন অ্যাটর্নি জেনারেল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স