যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়া উড়োজাহাজ সরিয়ে নেয়ার পর আবারও সচল হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে।
শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সৌদি আরবের মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৮ ফ্লাইটটি ৩৮৭ জন হজযাত্রী নিয়ে দেশে ফেরে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে পৌঁছালে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে কিছু সময়ের জন্য বিমানবন্দরের রানওয়ে বন্ধ হয়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়ার পর উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেয়া হয়। ত্রুটি সারানোর পর প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয় বিমানবন্দরের কার্যক্রম।