ঢাকা | বঙ্গাব্দ

হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ‘বিগ বিউটিফুল বিল’ স্বাক্ষর করলেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এদিন ছিল বহু প্রতীক্ষিত এক মুহূর্ত। বাজেট ঘাটতি নিয়ে নানা বিতর্ক ও রিপাবলিকানদের ভেতর দ্বিধা থাকা সত্ত্বেও শুক্রবার (৪ জুলাই) হোয়াইট হাউসের সাউথ লনে বিশাল আয়োজনের মধ্য দিয়ে তিনি বহুল আলোচিত বিলে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ছিল ‘বি-২’ বোমারু বিমানের ফ্লাইওভার, যা অনেকের কাছে ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার ইঙ্গিত হিসেবে মনে হয়েছে। এছাড়া ন্যাশনাল মলে হয় বর্ণিল আতশবাজির প্রদর্শনী।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রেসিডেন্ট বলেন, “আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ তা পূরণ করেছি। গণতন্ত্রের জন্মদিনে এটা আমাদের জন্য গণতন্ত্রের জয়। আমেরিকার মানুষ আজ খুশি।”

ট্রাম্প এক সপ্তাহ আগেই ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাস করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন, যা অনেকের কাছে উচ্চাভিলাষী মনে হলেও শেষ পর্যন্ত তিনি তা বাস্তবায়নে সক্ষম হন। হোয়াইট হাউসের ভাষায়, ট্রাম্পের ‘আয়রন গ্রিপ’ ও সর্বব্যাপী উপস্থিতি রিপাবলিকানদের ঐক্যবদ্ধ করে।

এই বিল স্বাক্ষর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় আইনগত অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি কংগ্রেস সদস্যসহ সামরিক পরিবারের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান, যারা স্বাধীনতা দিবসের নিয়মিত অতিথি।

ট্রাম্প বিলটিকে ‘ইতিহাসের সবচেয়ে বড় আইন’ হিসেবে অভিহিত করলেও কংগ্রেসনাল বাজেট অফিস (CBO) জানিয়েছে, এই বিলের ফলে ফেডারেল বাজেট ঘাটতি ৩.৩ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে। বিলটিতে মেডিকেড ও খাদ্য সহায়তা খাতে ১ ট্রিলিয়ন ডলারের কাটছাঁটের কথা বলা হয়েছে।

এ নিয়ে অনেক রিপাবলিকানই শঙ্কা প্রকাশ করেছেন যে, এই সামাজিক নিরাপত্তা খাতের কাটছাঁট আগামী নির্বাচনে তাদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। CBO আরও জানিয়েছে, এতে ১ কোটি ২০ লাখ আমেরিকান স্বাস্থ্যবিমার সুযোগ হারাতে পারেন।

ডেমোক্র্যাটরা ইতিমধ্যেই অভিযোগ তুলেছে যে, বিলের মাধ্যমে ধনীদের জন্য কর ছাড় দেয়া হয়েছে এবং দরিদ্র জনগণের বিভিন্ন সুবিধা কেড়ে নেয়া হয়েছে।

তবে ট্রাম্পের সমর্থকরা দাবি করছেন, বিলের মাধ্যমে টিপসের ওপর কর মওকুফ, অভিবাসন নিয়ন্ত্রণে বাজেট বাড়ানোসহ নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ধীরে ধীরে জনগণের কাছে পরিষ্কার হবে।

অনুষ্ঠানে ট্রাম্প ডেমোক্র্যাটদের সমালোচনাকে ‘প্রতারণা’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, “এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় বিল!”

ইতিহাসের বিভিন্ন সময়ে বড় বিল পাস করার পরও মার্কিন প্রেসিডেন্টরা জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। তবে ট্রাম্প এই বিলকে শুধু রাজনৈতিক বিজয় নয়, বরং তার উত্তরাধিকার রচনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন। তিনি এটিকে তার নির্বাচনি প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে উপস্থাপন করেন।

এদিনের ‘বি-২’ বোমারু বিমানের ফ্লাইওভার সম্প্রতি ইরানের ওপর হামলার স্মৃতি ফিরিয়ে আনে। এছাড়া গত দুই সপ্তাহে ট্রাম্পের অর্জনের মধ্যে রয়েছে ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা বাজেট বাড়ানো, সুপ্রিম কোর্টে নির্বাহী ক্ষমতা সম্প্রসারণ এবং গাজায় যুদ্ধবিরতির আলোচনা।

অনুষ্ঠানে তিনি হাউস স্পিকার মাইক জনসন, সিনেট নেতা জন থুন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে ধন্যবাদ জানান। যদিও ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স সাউথ ডাকোটায় সফরে ছিলেন, তবুও বিল পাসে তার ভূমিকার জন্য কৃতিত্ব দেয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স