ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগ দেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি: মঈন খান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ও দুঃশাসনের বিষয়টি এখন দেশের জনগণের কাছে স্পষ্ট। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ কখনও দেশে প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি।

শনিবার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাঙালির জাতীয়তাবাদের দুর্বলতা বুঝতে পেরেছিলেন এবং তারই সমাধান হিসেবে 'বাংলাদেশি জাতীয়তাবাদ'-এর ধারণা নিয়ে আসেন। তিনি এই নীতির ভিত্তিতেই দেশকে এগিয়ে নিয়েছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান একদলীয় স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। তিনি সবসময় ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। অন্যদিকে, রাজনৈতিক সঙ্কট দেখা দিলেই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়াকেই নিজেদের চরিত্রে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স