ঢাকা | বঙ্গাব্দ

মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার ওয়াদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, ওয়াদাপাড়ার নুরুন্নবীর স্ত্রী শিখা খাতুন (৪৫) এবং তাদের ছেলে জাহিদ (২৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইন, ৬২ হাজার ৮৩০ টাকা নগদ অর্থ এবং মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেরোইন বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে এবং পরে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স