ঢাকা | বঙ্গাব্দ

রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামী তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। শুক্রবার (৪ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় দলটি এসব প্রার্থীদের নাম প্রকাশ করে।

জানা গেছে, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার সব আসনের জন্য প্রার্থীরা চূড়ান্ত করা হয়েছে। সমাবেশে অংশ নিতে গতকাল সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে শত শত কর্মী-সমর্থক রিকশা, অটোরিকশা, ট্রাক ও কাভার্ডভ্যানে করে শহরে পৌঁছান।

নাম ঘোষণার সময় সকল প্রার্থী মঞ্চে উপস্থিত ছিলেন এবং তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

জামায়াতে ইসলামী প্রার্থীদের তালিকা অনুযায়ী,

রংপুর জেলা:
রংপুর-১: অধ্যাপক রায়হান সিরাজী
রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম
রংপুর-৩: অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
রংপুর-৪: মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খান
রংপুর-৫: গোলাম রাব্বানী
রংপুর-৬: মাওলানা নূরুল আমিন

দিনাজপুর জেলা:
দিনাজপুর-১: মতিউর রহমান
দিনাজপুর-২: অধ্যক্ষ আফজাল হোসেন আনাম
দিনাজপুর-৩: অ্যাডভোকেট মনিরুল আলম
দিনাজপুর-৪: আবতাব উদ্দিন মোল্লা
দিনাজপুর-৫: আনোয়ার হোসেন
দিনাজপুর-৬: আনোয়ারুল ইসলাম

নীলফামারী জেলা:
নীলফামারী-১: অধ্যাক্ষ মাওলানা আব্দুর সাত্তার
নীলফামারী-২: (ঘোষণা হয়নি)
নীলফামারী-৩: ওবাইদুল্লাহ সালাফি
নীলফামারী-৪: মাওলানা হফেজ আব্দুল মুনতাকিম

লালমনিরহাট জেলা:
লালমনিরহাট-১: আনোয়ারুল ইসলাম
লালমনিরহাট-২: অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু
লালমনিরহাট-৩: হারুনূর রশিদ

কুড়িগ্রাম জেলা:
কুড়িগ্রাম-১: অধ্যাপক আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রাম-২: অ্যাডভোকেট ইয়াসিন আলী
কুড়িগ্রাম-৩: ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
কুড়িগ্রাম-৪: মোস্তাফিজুর রহমান মোস্তাক

গাইবান্ধা জেলা:
গাইবান্ধা-১: অধ্যাপক মাজেদুর রহমান
গাইবান্ধা-২: আব্দুল করীম
গাইবান্ধা-৩: অধ্যাক্ষ মাওলানা নজরুল ইসলাম
গাইবান্ধা-৪: ডা. আব্দুর রহিম সরকার
গাইবান্ধা-৫: মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস

ঠাকুরগাঁও জেলা:
ঠাকুরগাঁও-১: দেলোয়ার হোসেন
ঠাকুরগাঁও-২: আব্দুল হাকিম
ঠাকুরগাঁও-৩: মিজানুর রহমান

পঞ্চগড় জেলা:
পঞ্চগড়-১: ইকবাল হোসাইন
পঞ্চগড়-২: শফিউল্লাহ শফি

জেলা জুড়ে জামায়াতের এই প্রার্থীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স