ঢাকা | বঙ্গাব্দ

লঞ্চে অসুস্থ যাত্রীকে জরুরি সেবা দিয়ে উদ্ধার করলো কোস্ট গার্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

ভোলা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়া এক যাত্রীকে উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-তে কল পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত এই পদক্ষেপ নেয়া হয়।

শনিবার (৫ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (৪ জুলাই) আনোয়ার মোল্লা (৪৫) নামের ওই ব্যক্তি ভোলা থেকে ঢাকাগামী ‘দোয়েল পাখি-১’ লঞ্চে উঠেন। সন্ধ্যা ৭টার দিকে কাশিপুর এলাকার কাছাকাছি পৌঁছালে তিনি স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এসময় লঞ্চের এক সহযাত্রী দ্রুত কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-তে ফোন দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। টিমটি তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয় এবং উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের নিজস্ব বোটে করে দ্রুত ঢাকা সদরঘাটে নিয়ে আসে।

সেখান থেকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে কোস্ট গার্ড সদর দপ্তরের একটি বিশেষ টিমের তত্ত্বাবধানে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কোস্ট গার্ড কর্মকর্তা হারুন-অর-রশীদ বলেন, উপকূল ও নদী-তীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কোস্ট গার্ড সবসময় মানবিক সহায়তায়ও কাজ করে যাচ্ছে। যেকোনো জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে কল করে সহযোগিতা নেয়ার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স