বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের বাহিনীর মতোই নির্মম। শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, ভুয়া নির্বাচন, গুম, বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে আওয়ামী সরকার দেশে এক ভয়াবহ দমন-পীড়নের রাজত্ব চালিয়েছে। তিনি বলেন, ইমাম হোসেন (রা.) ও তাঁর সাহসী অনুসারীদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
একই উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশ যেন কারবালার প্রান্তরে পরিণত হয়েছিল। সাধারণ মানুষকে নির্যাতন, রক্তপাত ও শোষণের মধ্যে দিন কাটাতে হয়েছে। আশুরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, ন্যায়ের পথে অবিচল থাকার এবং নিপীড়িতদের মাঝে ভ্রাতৃত্ব ও সংহতির বার্তা দেয় বলে তিনি মন্তব্য করেন।