ঢাকা | বঙ্গাব্দ

চালের বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্য উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন:

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজারে সিন্ডিকেট ভাঙার জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। শনিবার দুপুর ১টায় যশোর সার্কিট হাউজের সভাকক্ষে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, চালের দাম যাতে বাজারে স্থিতিশীল থাকে সে জন্য সরকার সরবরাহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। চালের দাম তখনই বৃদ্ধি পায় যখন বাজারে সরবরাহ কমে যায়। তবে সরকারি খাদ্য গুদামে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটা ও চিকন চালের মূল্য পার্থক্যের কারণে সরকারি খাদ্য গুদামে কোনো দুর্নীতি হচ্ছে কি না, তা সরকার সজাগ নজরদারিতে রেখেছে।

তিনি আরও জানান, গত বছরের তুলনায় এ বছর সরকারি খাদ্য গুদামে ধান ও চালের সংগ্রহ অনেক বেশি হওয়ায় মজুদের পরিমাণও স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে।

সভায় খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স