পারভেজ হোসেন ইমনের অভিষেক ম্যাচটি ভালো হয়নি, তিনি দ্রুত আউট হয়ে গিয়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচেই তিনি সেই আক্ষেপ মেটাতে সফল হন। ঝড়ো ব্যাটিং করে পেলেন ক্যারিয়ারের প্রথম ফিফটি।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ শুরুতেই একটু সমস্যায় পড়েছিল। আগের ম্যাচে ফিফটি করা তানজিদ দিনের তৃতীয় ওভারে আউট হয়ে যান। এরপর দলের ইনিংসের দায়িত্ব নেন পারভেজ হোসেন ইমন।
তিনি মূল ভিত্তি গড়ে তুলেছিলেন। একের পর এক ছক্কা ও চারে ইনিংস সাজাচ্ছিলেন খুব ভালোভাবে।
তারপর শান্তিপূর্ণ বিদায় নেন। সিনিয়র ব্যাটার চলে যাওয়ার পরেও চাপ বাড়তে দেননি ইমন।
এক ওভার বিরতি নিয়ে ইনিংসের ১৫তম ওভারে তিনি হাঁকান একটি ছক্কা ও একটি চার। আর সেই খেলায় ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান। এই ফিফটি করতে তিনি মাত্র ৪৬ বল খেলেন। ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৩টি ছক্কা ও ৫টি চার।