বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু দুঃখজনকভাবে নির্বাচনকে ঘিরে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। শনিবার (৫ জুলাই) ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, যারা গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছেন, তারাই আমাদের জাতির প্রকৃত শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর ইতিহাসে এমন সংগ্রামে তরুণদের আত্মত্যাগের উদাহরণ খুব কমই পাওয়া যায়। তিনি বলেন, শেখ হাসিনার শাসনব্যবস্থার ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা চাই, এই ফ্যাসিবাদী শাসনের আর কখনও পুনরাবৃত্তি না হোক।
তিনি আরও বলেন, যৌক্তিক ও গ্রহণযোগ্য সময়ের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। কিন্তু নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ভয়ংকর ইঙ্গিত বহন করে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের ক্রীড়াঙ্গনকেও আওয়ামী লীগ সরকার কলুষিত করেছে। তিনি বলেন, জনগণ বিএনপিকে দায়িত্ব দিলে দেশের ক্রীড়াঙ্গনে প্রকৃত জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দেশজুড়ে ক্রীড়াক্ষেত্রে আবারও সুনাম ও মর্যাদা ফিরিয়ে আনা হবে।
Abdur Rabby
