ঢাকা | বঙ্গাব্দ

বিকেলে ঢাকার সব থানার সামনে এনসিপির মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2025 ইং
ছবির ক্যাপশন:

গোপালগঞ্জের হামলার প্রতিবাদে আজ ঢাকায় এনসিপি’র মানববন্ধন

ঢাকা, ১৭ জুলাই ২০২৫: গোপালগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজধানী ঢাকার সব থানার সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকা মহানগরের প্রতিটি থানার সামনে একযোগে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে বলে দলটি জানিয়েছে।


সরকারের কাছে স্পষ্ট বার্তা

এনসিপি এই কর্মসূচির মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চায় যে, গোপালগঞ্জের ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।


গোপালগঞ্জে কারফিউ ও থমথমে পরিস্থিতি

এদিকে, এনসিপির পদযাত্রা ঘিরে গত বুধবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গোপালগঞ্জে বর্তমানে ২২ ঘণ্টার কারফিউ চলছে। শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স