ঢাকা | বঙ্গাব্দ

৬ জুলাই, ২০২৪: দেশজুড়ে চলে হামলা ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2025 ইং
ছবির ক্যাপশন:

৫ আগস্টের বিজয়ের পরদিন: জ্বালাও-পোড়াও, ভাঙচুর, কারাগার ভাঙচেষ্টা—অস্থিরতায় কাঁপে দেশ

টানা আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট দেশের রাজনৈতিক দৃশ্যপটে আসে নাটকীয় পরিবর্তন। কাঙ্ক্ষিত বিজয় অর্জনের পর রাজপথে নেমে আসে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের স্রোত। জনগণের রোষে পরিণত হয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতায়। রাজধানীসহ বিভিন্ন জায়গায় একে একে জ্বালিয়ে দেওয়া হয় একাধিক থানা, প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ সদস্য।

আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ না থাকায় বিভিন্ন জেলায় কারাগারে হামলা চালিয়ে মুক্ত করে দেওয়া হয় বহু কয়েদিকে।

৫ আগস্ট রাতেই অনেকেই বুঝে উঠতে পারছিল না—আসলে কী ঘটেছে। ৬ আগস্ট সকালে ঘুম ভেঙে সবাই যেন আবিষ্কার করল এক ভিন্ন বাংলাদেশকে। শেখ হাসিনার দেশত্যাগের পর আসতে থাকে দলটির অন্যান্য শীর্ষ নেতাদের পালিয়ে যাওয়ার খবর।

সকালেই তুলে নেওয়া হয় কারফিউ, খুলে দেওয়া হয় যোগাযোগ ও বাণিজ্য কার্যক্রম। আলোচনায় আসে—কে গঠন করবে পরবর্তী সরকার? এ নিয়ে শুরু হয় রাজনৈতিক গুঞ্জন।

আগের দিন যাত্রাবাড়ী থানা আন্দোলনকারীদের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই হামলায় প্রাণ হারান কয়েকজন পুলিশ সদস্য। একই রাতে রণক্ষেত্রে পরিণত হয় বাড্ডা। থানাগুলোর সঙ্গে সঙ্গে পুড়ে যায় গুরুত্বপূর্ণ বহু নথিপত্র। ধ্বংস হয় গোয়েন্দা কার্যালয় ও পুলিশ সদর দফতরের একাংশও।

বিক্ষুব্ধ জনতা আগুন দেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। ভাঙচুর চালানো হয় দলীয় সভানেত্রীর ধানমণ্ডির বাসভবন 'সুধা সদন'-এ। হামলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনেও। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও ভাঙচুরের কারণে প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকে বিমান চলাচল।

সারা দেশে চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চলে হামলা, ভাঙচুর ও লুটপাট। একদিকে পুলিশের অনুপস্থিতি, অন্যদিকে বছরের পর বছর ধরে চলা বঞ্চনা ও নিপীড়নের প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে ওঠে সাধারণ মানুষ।

শেরপুর ও যশোরে কারাগারে ব্যাপক হামলা চালিয়ে মুক্ত করে দেওয়া হয় প্রায় ১ হাজার ১০০ বন্দিকে। নিরাপত্তাহীনতায় সারা দেশে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও অনিশ্চয়তা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স