ঢাকা | বঙ্গাব্দ

প্রথম জানাজা শেষে ময়মনসিংহের পথে সাংবাদিক তুহিনের লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2025 ইং
ছবির ক্যাপশন:

গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজা ও শোক

গাজীপুরের চান্দনা এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রথম দফার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ অংশ নিয়ে তুহিন হত্যার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের দাবিতে বিক্ষোভও করেন।

শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। এতে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজার পর তুহিনের মরদেহ ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামে নেওয়া হয়। সেখানে তার মা-বাবা ছেলেকে হারিয়ে গভীর শোকগ্রস্ত। শোকের মাতমে ঢেকে যায় বাড়ি। দ্বিতীয় দফার জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

তুহিন শেষবার বাড়ি এসেছিলেন কোরবানির ঈদে। সেখানে তিনি পরিবারের সঙ্গে গণমাধ্যমকর্মী হিসেবে কর্মজীবনের নানা চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শেয়ার করেছিলেন। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ড সবকিছু থেমে গেছে।

স্থানীয়রা তুহিন হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে খুনীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানাচ্ছেন।

৫ ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তুহিন ২০০৫ সাল থেকে পরিবারের সঙ্গে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করতেন। বৃহস্পতিবার রাতের ঘটনায় তিনি ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে নিহত হন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স