ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল, বর্জন বিএনপির

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
ছবির ক্যাপশন:

নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বসার জায়গা না পেয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতেই হট্টগোলে জড়িয়ে পড়েন জুলাই যোদ্ধারা। একই সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন জেলা বিএনপির নেতারা।

শনিবার (৯ আগস্ট) নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানের আগে ও পরে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে স্টেডিয়াম উদ্বোধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় জুলাই যোদ্ধারাও সভায় অংশ নেন। কিন্তু তাদের জন্য নির্ধারিত আসন না থাকায় তারা দাঁড়িয়ে থাকেন। এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করে তারা হট্টগোলে জড়িয়ে পড়েন। পরে প্রশাসনের কর্মকর্তারা বসার ব্যবস্থা করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে, শহরের বড় হরিশপুরে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, জেলা প্রশাসনের আমন্ত্রণে বিএনপি নেতারা সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গেলে স্টেডিয়ামে প্রবেশের সময় ডিবি পুলিশ তাদের বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা অনুষ্ঠান বর্জন করে চলে আসেন।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব বলেন, বিএনপি নেতাদের প্রবেশে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তার স্বার্থে একসঙ্গে সব নেতাকর্মীকে প্রবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স