ঢাকা | বঙ্গাব্দ

ডিজাইন নকলের অভিযোগ, ক্ষমা চাইলেন অ্যাডিডাসের ডিজাইনার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

ডিজাইন নকলের অভিযোগে বিতর্কের মুখে অবশেষে ক্ষমা চেয়েছেন অ্যাডিডাসের ডিজাইনার। খবর বিবিসির।

মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘হুয়ারাচেস’ জুতার নকশা নকলের অভিযোগ ওঠে বিশ্বখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাসের বিরুদ্ধে। এ ঘটনার পর যুক্তরাজ্যের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার উইলি শাভারিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। বিবিসিকে তিনি জানান, এটি অনিচ্ছাকৃত একটি ভুল ছিল এবং এজন্য তিনি গভীরভাবে দুঃখিত।

সম্প্রতি অ্যাডিডাসের জন্য শাভারিয়া যে জুতার ডিজাইন তৈরি করেন, সেটি মেক্সিকোর ওয়াক্সাকান আদিবাসীদের ঐতিহ্যবাহী জুতার নকশার সঙ্গে হুবহু মিল রয়েছে বলে অভিযোগ ওঠে। কোনো অনুমতি বা স্বীকৃতি ছাড়াই ওই নকশা ব্যবহার করায় তীব্র সমালোচনা শুরু হয়। এ ঘটনায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমসহ বহু মানুষ প্রকাশ্যে প্রতিবাদ জানান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স