ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে মারা যাওয়া রোগী একজন নারী। এ সময় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০২ জন ঢাকা সিটি করপোরেশনের বাইরে থেকে এসেছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০২ জন মারা গেছেন, যার মধ্যে ৫৯ জন পুরুষ এবং ৪৩ জন নারী।
সর্বমোট এই বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪,৬১৭ জন, যার মধ্যে ১৪,৪৬২ জন পুরুষ এবং ১০,১৫৫ জন নারী।
Abdur Rabby
