ঢাকা | বঙ্গাব্দ

চালের বাড়তি দামের কারণে জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়েছে: গভর্নর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাসে চালের বাড়তি দামের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। তিনি বলেন, নিত্যপণ্যের বাজারকে স্থিতিশীল রাখতে আমদানি নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করার সময় তিনি এই মন্তব্য করেন।

গভর্নর কৃষি খাতে ঋণ সম্প্রসারণের প্রতি গুরুত্বারোপ করেন এবং জানান, চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। যা গত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ২.৬ শতাংশ বেশি।

গত অর্থবছরে নির্ধারিত ৩৮ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ৩৭ হাজার ৩২৬ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই ঋণ বিতরণকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স