ঢাকা | বঙ্গাব্দ

অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল, খেলবে দুই পরাশক্তির বিপক্ষে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিশ্বকাপ প্রস্তুতিতে অক্টোবরে এশিয়া সফরে ব্রাজিল, খেলবে কোরিয়া ও জাপানের বিপক্ষে

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া সফরে আসছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করে। পাশাপাশি বার্তাসংস্থা রয়টার্স জানায়, আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার মাঠে এবং ১৪ অক্টোবর জাপানে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে সফলভাবে খেলে এরইমধ্যে মূলপর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তবে দলের সামগ্রিক প্রস্তুতি জোরদারে আরও কিছু প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে সিবিএফ।

ব্রাজিল দলের বর্তমান কোচ ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এই ম্যাচগুলো তার জন্য গুরুত্বপূর্ণ হবে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ এবং দল গঠনের কৌশল নির্ধারণে।

উল্লেখ্য, ৬৬ বছর বয়সী আনচেলত্তি চলতি বছরের মে মাসে রিয়াল মাদ্রিদের কোচিং দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন।

এশিয়া সফরের এই ম্যাচগুলো বিশ্বকাপের আগে ব্রাজিল দলের জন্য হবে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ এক সুযোগ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স