ঢাকাসহ বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির আভাস
আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও লক্ষ্য করা গেছে। আকাশে ঘন কালো মেঘের উপস্থিতি দিনভর বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে দিনের বাকি সময়টাতেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।
Abdur Rabby
