ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
ছবির ক্যাপশন:

খাগড়াছড়ি সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকার।

প্রশাসনের জারি করা আদেশে বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, পাহাড়ে নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতা’ ব্যানারে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। এতে করে খাগড়াছড়ি ও সাজেকে আটকে পড়েছেন প্রায় তিন হাজার পর্যটক। সেনাবাহিনী সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

সকালে অবরোধ শুরু হওয়ার পর থেকেই চেঙ্গী ব্রিজ, চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া, আঞ্চলিক মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে পিকেটিং, টায়ার জ্বালানো ও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। ফলে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো আটকে পড়ে, বন্ধ হয়ে যায় দূরপাল্লার ও অভ্যন্তরীণ যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা ও পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের হয়। পরে একজনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে তাকে ৬ দিনের রিমান্ডে নেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বুধবার থেকে শুরু হয় ধারাবাহিক আন্দোলন।

এই আন্দোলনে সংহতি জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফোরাম। শুক্রবার আয়োজিত মহাসমাবেশ থেকে শনিবারের পূর্ণদিবস সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা আসে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স