ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আজও চলছে ১৪৪ ধারা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা জারি, থমথমে পরিস্থিতি

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো জারি রয়েছে ১৪৪ ধারা। জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও জুম্ম ছাত্র-জনতার ডাকা সড়ক অবরোধ আংশিকভাবে শিথিল করা হয়েছে, তবে এখনো কোনো অভ্যন্তরীণ বা দূরপাল্লার যানবাহন চলাচল করছে না

এদিকে, খাগড়াছড়ি শহর ও রামগড়ে হামলা ও ভাঙচুর, এমনকি বিজিবির ওপর হামলার ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি

গুইমারায় সংঘর্ষে আহত ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানা গেছে।

অন্যদিকে, বান্দরবান ও রাঙামাটিতে জনজীবন স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার খাগড়াছড়িতে এক পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় খাগড়াছড়ি সদর, পৌর এলাকা ও গুইমারায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স