জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার শান্তা মহল্লায় সম্প্রতি অটোরিকশার ভাড়া দ্বিগুণ হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় তরুণরা। আক্কেলপুর পৌরসভার জিরো পয়েন্ট থেকে শান্তা মহল্লার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। ১৫ দিন আগে পর্যন্ত ওই পথে ব্যাটারিচালিত রিকশার জনপ্রতি ভাড়া ছিল পাঁচ টাকা, কিন্তু হঠাৎ করেই তা ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শান্তার তরুণরা আজ রোববার দুপুর ১২টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কে শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে প্রায় ৩০ মিনিট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে পুলিশ ঘটনাস্থলে আসার পর অবরোধকারীরা সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
আন্দোলনকারী তরুণরা জানান, তারা পূর্বে পাঁচ টাকায় অটোরিকশায় চলাচল করতেন, কিন্তু সম্প্রতি চালকেরা ১০ টাকা করে ভাড়া নিচ্ছেন। এই বিষয় নিয়ে প্রতিদিনই তাদের মধ্যে তর্ক-বিতর্ক হচ্ছে। মোবাশ্বির হোসেন নামের এক তরুণ বলেন, "আমরা পাঁচ টাকার বেশি ভাড়া দেব না, তাই প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করেছি।"
অটোরিকশা চালক শফিকুল ইসলাম জানান, "শান্তা মহল্লায় সরাসরি অটোরিকশা চলাচল করে না, তবে আসন ফাঁকা থাকলে লোকজনকে নেওয়া হয়। কিছু চালক পাঁচ টাকা আর কিছু চালক ১০ টাকা ভাড়া নেন। এ নিয়ে সড়ক অবরোধ করার মতো কোনো প্রয়োজন ছিল না।"
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, "ভাড়া নিয়ে আলোচনা করার মাধ্যমে সমাধান করা হবে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।"
Abdur Rabby
