কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১১ অক্টোবর) নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মৌলভীপাড়া এলাকার সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ১টি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা পিস্তল গুলি, ১টি দেশীয় শটগান, ৫ রাউন্ড শটগান কার্তুজ এবং ৯টি দেশীয় অস্ত্র। পরে এগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে এবং নিরাপত্তা জোরদার করা হবে।
Abdur Rabby
