কুসংস্কার ও সামাজিক ভয় এখনো অনেক মানুষকে মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে বাধা দিচ্ছে। এই মানসিকতা বদলাতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেন, “মানসিক স্বাস্থ্যের উন্নয়নে অনেক উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর বেশিরভাগই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না। এবার আমরা তা কার্যকর করার চেষ্টা করছি।” কোনো দুর্ঘটনার পর মানসিক চিকিৎসার জন্য সরকারি ফান্ড না থাকা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় শিক্ষার্থীদের মানসিক প্রভাব নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। তাতে দেখা যায়, দুর্ঘটনার পর মানসিক সেবা নিতে আসা শিক্ষার্থীদের ৭১ শতাংশই নিদ্রাহীনতায় (ইনসমনিয়া) ভুগছেন।
এ সময় উপস্থিত চিকিৎসক ও মনোবিজ্ঞানীরা পাঠ্যবইয়ে মানসিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করার দাবি জানান।
Abdur Rabby
