ঢাকা | বঙ্গাব্দ

মেক্সিকোতে প্রবল বৃষ্টিতে নিহত ২৮

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

মেক্সিকোর মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের কারণে সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

সিভিল ডিফেন্সের জাতীয় সমন্বয়কারী লরা ভেলাজকেজ জানান, টানা বর্ষণের ফলে একাধিক স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং কিছু পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির মোট ৩১টি রাজ্যে ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হলো পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো ও হিদালগো এবং উত্তর-কেন্দ্রীয় রাজ্য সান লুইস পোতসি।

হিদালগোতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে; এখানে ১৬ জন নিহত হয়েছেন এবং অন্তত এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুয়েবলা রাজ্যে আরও পাঁচজন নিহত হয়েছেন এবং সেখানে ১১ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স