রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশে শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়াও চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ অবস্থায় দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
তবে ককটেল বিস্ফোরণের পেছনে কারা জড়িত এবং কোনো হতাহতের তথ্য এখনও জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে কর্মী সমাবেশ শুরু হয়। মঞ্চে উপস্থিত ছিলেন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ দলের শীর্ষ নেতারা।
Abdur Rabby
