ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালীতে দুই বাসের সংঘর্ষে র‍্যাব সদস্য ও শিশু নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2025 ইং
ছবির ক্যাপশন:

পটুয়াখালীর ফতুল্লা এলাকায় দুই বাসের সংঘর্ষে এক শিশু ও র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন র‌্যাব সদস্য এএসআই আ. আলিম এবং র‌্যাব সদস্য প্রসেনজিতের দুই বছর বয়সী সন্তান প্রিয়ম। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার র‌্যাব-৮-এর কয়েকজন সদস্য পরিবারের সঙ্গে মিনিবাসে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন। পথে ফতুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ ঘটে।

আহত শিশু প্রিয়মকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়। পরে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এসআই আ. আলিমও মারা যান।

পুলিশ জানায়, সংঘর্ষে জড়িত ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার এখনও পলাতক রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স