গাজার বাসিন্দারা এমন একটি শান্তিপূর্ণ রাতের অভিজ্ঞতা পেয়েছেন যা তারা গত দুই বছরে কখনো অনুভব করেননি—নির্দিষ্টভাবে, ইসরায়েলি ড্রোন উড়ছে না এবং বোমা বিস্ফোরণের শব্দ নেই।
আল জাজিরার প্রতিবেদক হিন্দ খৌদারি জানান, “আজ রাতে কোনো ড্রোন নেই, কোনো বোমা বিস্ফোরণের শব্দ নেই। শুধু নীরবতা, যা এখানে বিরল। তাই রাতটি আমাদের কাছে অদ্ভুত মনে হয়েছে। ধ্বংসপ্রাপ্ত রাস্তায় অ্যাম্বুলেন্সের দৌড়ঝাঁপও নেই।”
গাজার বাসিন্দা কারিম খাদেরী বলেন, “ড্রোনগুলো থেমে গেছে, আর কোনো গুঞ্জন নেই। আমরা নিরাপদ, আমাদের সন্তানরাও নিরাপদ। আমাদের ছেলে-মেয়েদের সঙ্গে শান্তিতে একত্রিত হতে পারায় খুব ভালো লাগছে।”
ইসরায়েলি বাহিনীর হামলার ভয় ও বারবার স্থানচ্যুত হওয়া পরিবারগুলো অবশেষে শান্তির একটি মুহূর্ত উপভোগ করছে, জানান খাদেরী। আরও একজন ফিলিস্তিনি নারী আল জাজিরাকে বলেন, “গত দুই বছরে আমরা যে কষ্ট ও ঘটনাগুলো দেখেছি, তার পরও শান্তি চুক্তি নিয়ে আমি খুশি।”
Abdur Rabby
