জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা থেকেই সম্ভবত নির্বাচনে লড়বেন—কারণ তিনি ঢাকার সন্তান। রোববার (২ নভেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নাহিদ বলেন, এখন পর্যন্ত তাদের লক্ষ্য ৩০০ আসন ধরে এগোনো। এই মাসেই প্রার্থী তালিকা চূড়ান্ত হলে কে কোথা থেকে লড়বেন তা জানতে পারবে জনগণ।
নাহিদ বলেন, যদিও আমরা নতুন একটি দল, একওড়োমাসের এই সময়কালে অনেক দায়িত্ব কাঁধে নিয়েছেন—সরকার টিকিয়ে রাখা, গণঅভ্যুত্থান সংরক্ষণ, বিচার ও সংস্কারের কাজ এগিয়ে নেয়া হয়েছে—এবং দল গঠনের জন্য পর্যাপ্ত সময় পাইনি। তবু তারা নির্বাচন পেছানোর কথা ভাবেনি। দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারি-তেই নির্বাচন হওয়া প্রয়োজন, তিনি জানিয়ে দেন, সেই লক্ষ্য নিয়ে তারা প্রস্তুতি নেবে।
এনসিপি আহ্বাক লিখেন, “এই নির্বাচন আমাদের প্রথম বড় পরীক্ষা; আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই মাঠে নামেছি। ফল ভালো হবে নাকি খারাপ—এটি বিচার করবে জনগণ।”
নাহিদ আরও বলেন, তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে; তবু কমিশন পুনর্গঠন না হলে নির্বাচনে না যাওয়ার মতো অবস্থায় তারা নেই। তবে কমিশনকে আরও ক্ষমতায়ন ও আস্থার যোগ্য করতে হবে—এবং আগের কমিশনারদের সঙ্গে যা যা ঘটেছে, তা বিবেচনা করা উচিত। সব দলকে সমানভাবে মোকাবিলা করার আহ্বানও করেন তিনি।
তিনি abschließend বলেন, “যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের রাজনীতি থেকে সরে যেতে হবে।”
Abdur Rabby
