ঢাকা | বঙ্গাব্দ

'গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে, তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর'

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে এগোবে, তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর। পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের কার্যক্রমের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ।

সোমবার (৩ নভেম্বর) সকালে আনসার ও ভিডিপির নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তিনি আরও বলেন, “ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, এই চিন্তা সারাক্ষণ আমার মনকে ব্যস্ত রাখে। এই দায়িত্ব আমি শুধু চাকরি হিসেবে নিইনি, বরং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এতটা সংকটময় সময়ে সাধারণ ধারায় কাজ করা যাবে না; আমাদের নতুন ও কার্যকরী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আমাদের পরিকল্পনায় প্রায় ১০ লাখ মানুষ নির্বাচনী কাজে যুক্ত হবে।”

সিইসি জানান, ১৬ নভেম্বর দেশে পোস্টাল ব্যালটের জন্য নতুন একটি অ্যাপ লঞ্চ করা হবে। এই পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত যারা থাকবেন, তারা ভোট দিতে পারবেন। ব্যালট সরাসরি তাদের বাড়িতে পৌঁছে যাবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের যথেচ্ছ ব্যবহার থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং বলেন, “কোনো তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এ জন্য একটি বিশেষ সেলও গঠন করা হয়েছে, যেখানে জনগণ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের ঘটনার সত্যতা যাচাই করতে পারবেন।”

একই অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, আগামী সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। গত এক বছরে এই বাহিনীতে এক লাখ ৪৫ হাজার নতুন সদস্য নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, “নতুন আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে এবং ডিসেম্বর পর্যন্ত চলবে। আমরা ইসিকে সব ধরনের সহযোগিতা প্রদান করবো। শুধু নির্বাচনী কার্যক্রম নয়, নির্বাচনের প্রচারণামূলক কাজেও আনসার বাহিনী অংশ নেবে এবং ভোটারদের করণীয় বিষয়েও সচেতনতা তৈরি করবে।”

মহাপরিচালক আরও বলেন, “এবারের নির্বাচনে ভোট নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আনসার বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত করা হচ্ছে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার আনসার বাহিনী আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।”


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স