ঢাকা | বঙ্গাব্দ

৬ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী মুহাম্মাদ হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
ছবির ক্যাপশন:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ৯ বছর বয়সী মুহাম্মাদ হাসান মাত্র ছয় মাস ও আট দিনে পবিত্র কোরআন মুখস্থ করে সকলকে চমকে দিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসায় তার হিফজুল কোরআনের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

হাসানের বাবা শওকত হাওলাদার বলেন, ছোটবেলা থেকেই তিনি তার ছেলেকে নামাজ এবং কোরআনের পথে চলতে উৎসাহিত করেছেন। আল্লাহর বিশেষ কৃপায় হাসান এত কম বয়সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে, যা তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।

তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, হাসান একজন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসার কারণে সে এত দ্রুত হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহর এক অমুল্য দান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স