ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার পথে চলন্ত ট্রেনের নিচে পড়েও প্রাণে বেঁচে গিয়েছেন এক ব্যক্তি। রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনের নিচে পড়ার পরও তিনি গুরুতর আহত অবস্থায় বেঁচে যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, শ্রীপুর রেলস্টেশন প্ল্যাটফর্মের পাশে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। পাশের লাইনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী দ্রুতগামী আরেকটি ট্রেন চলছিল। ওই সময় আহত ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করেন বা চলন্ত ট্রেনের দিকে এগিয়ে যান। হঠাৎ পা পিছলে তিনি ট্রেনের সামনে পড়ে যান। মুহূর্তের মধ্যে ট্রেনের বগিগুলো তার ওপর দিয়ে চলে যায়।
স্টেশনে উপস্থিত মানুষজন ঘটনাটি মোবাইলে ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দুঃসাহসিক এই ঘটনায় ব্যক্তি গুরুতর আহত হলেও অলৌকিকভাবে বেঁচে যান। আহত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৪০)। তিনি গফরগাঁও উপজেলার চড় আগলী গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
Abdur Rabby
