চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য প্রাতঃরাশ সভার ঘোষণা প্রধান উপদেষ্টার
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ আরও সহজ ও গতিশীল করতে চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতঃরাশ সভা আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস জানান, বিদেশি বিনিয়োগকারীদের যেকোনো উদ্বেগ সমাধান ও বিনিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বিডা প্রতি মাসের ১০ তারিখে এ ধরনের সভার আয়োজন করবে। এসব সভায় তিনি নিজেও অংশ নেবেন এবং বিনিয়োগকারীদের সমস্যা শুনবেন।
বৈঠকে তিনি আরও জানান, দেশে বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠেছে, যা অতীতে কখনো ছিল না। চীনা ও কোরিয়ান কোম্পানিরা বাংলাদেশে কারখানা স্থানান্তরেও আগ্রহ দেখাচ্ছে। এছাড়া বিনিয়োগ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানে একটি হটলাইন ও কল সেন্টার স্থাপনের প্রস্তাবও দেন তিনি।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডগিয়ার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পলিন এনগান। চীনা প্রতিনিধিরা চট্টগ্রাম ও মোংলায় পরিকল্পিত চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশের একটি সমুদ্রবন্দর আধুনিকায়নেরও আগ্রহ দেখান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।