অভিনেত্রী নুপুর বিয়ের দাবিতে তার প্রেমিক রাজের বাসায় গেট ভাঙচুরের চেষ্টা করেন। এ ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, নুপুর রাজের বাসার গেটে লাথি মারছেন। এছাড়া ওই বিল্ডিংয়ের এক পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। নুপুর ওই কর্মীকে শারীরিকভাবে হেনস্থা করেন এবং রাজের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।
পরিচ্ছন্নতা কর্মী দাবি করেন, তিনি কখনো নুপুরকে দেখেননি এবং রাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
নুপুর বলেন, রাজ তাকে বাসায় একাধিকবার নিয়ে এসেছেন। ভিডিওতে তিনি রাজের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ ছবি গণমাধ্যমকে দেখান। নুপুর দাবি করেন, এসব ছবি শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা এবং এগুলো তার নিজের ফোন থেকেই নেওয়া হয়েছে। তার কাছে ভিডিও প্রমাণও রয়েছে।
নুপুর আরও জানান, রাজ ও তার মা গা ঢাকা দিয়েছেন। তিনি বলেন, রাজের মা ও দুলাভাই সঙ্গীত সাহাই এই ঘটনার জন্য দায়ী।