ম্যানচেস্টার সিটি ছাড়লেন এডারসন, ফেনারবাহচেতে যোগ
ম্যানচেস্টার সিটি ছেড়ে তুরস্কের ক্লাব ফেনারবাহচেতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। ক্লাবটি তাকে দলে ভিড়িয়েছে ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে।
২০১৭ সালে ম্যানচেস্টারে যোগ দেওয়ার পর থেকে এডারসন দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেন। ইংলিশ জায়ান্টদের হয়ে তার ঝুলিতে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ ট্রফি, দুটি এফএ কাপ এবং একটি ইউয়েফা চ্যাম্পিয়নস লীগের ট্রফি। এছাড়া তিনি দলের ট্রেবল জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এডারসনের স্থান নেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর সাবেক গোলকিপার জিয়ানলুইজি ডোন্নারুমা।
উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই ম্যানচেস্টার সিটি তিনটি ম্যাচ খেলেছে। কিন্তু কোনো ম্যাচেই মাঠে নামানো হয়নি এডারসনকে। তখন থেকেই গুঞ্জন শুরু হয়, তিনি শীঘ্রই সিটি ছাড়বেন।