
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। এক লাফে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম কমেছে ১০ হাজার ৪৭৪ টাকা। ফলে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের (pure gold) মূল্য কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন দরে—
২১ ক্যারেটের স্বর্ণের ভরি: ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা
১৮ ক্যারেটের স্বর্ণের ভরি: ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা
অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমান দরে—
২২ ক্যারেট রুপার ভরি: ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট রুপার ভরি: ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট রুপার ভরি: ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতির রুপার ভরি: ২,৬০১ টাকা
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা এবং স্থানীয় চাহিদা বিবেচনায় নিয়মিতভাবে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়।